পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে রিসার্স হায়ার স্টাডি প্রোগ্রাম ফর পিইউবি’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বাংলাদেশে জন্মগ্রহণকারী মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট বিজ্ঞানী সমুদ্র হক অনলাইনে যুক্ত হয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। ৬ এপ্রিল ২০২৪ শনিবার সকাল ১১টায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের বিওটি সভাকক্ষে অনুষ্ঠিত এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতী এর সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুহা. সুজন শাহ-ই-ফজলুল এবং অনলাইনে যুক্ত ছিলেন ইমেরিটাস প্রফেসর ও বিওটি উপদেষ্টা প্রফেসর ড. এম. আফজাল হোসেন। সভায় উপস্থিত সকলে ইনোভেটিভ কোলাবরেটিভ প্রোগ্রাম বাস্তবায়ন করতে একমত পোষণ করেন। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ অন্যান্য বিভাগের শিক্ষকরা আলোচনায় অংশগ্রহণ করেন।